স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ অক্টোবর।। রাজধানীর বনেদি ক্লাব গুলির মধ্যে একটি অন্যতম হল শান্তিপাড়াস্থিত ঐকতান যুব সংস্থা। প্রতি বছরই বড় বাজেটের দুর্গা পুজার আয়োজন করে থাকে ঐকতান যুব সংস্থা। তবে এই বছর করোনা ভাইরাসের প্রকোপের কারনে ছোট পরিসরে পুজার আয়োজন করেছে ঐকতান যুব সংস্থা। সরকারি নির্দেশিকা মেনে সবকিছু করা হচ্ছে। ঐকতান যুব সংস্থার পুজা কমিটির সম্পাদক সুজিত রায় জানান এই বছর পুজার নির্দিষ্ট কোন বাজেট নেই। কারো কাছ থেকে চাদা সংগ্রহ করা হচ্ছে না। ক্লাবের নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে পুজার আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে ছোট পরিসরে পুজার আয়োজন করা হয়েছে।
নাট মন্দিরের আদলে পুজার প্যান্ডেল করা হচ্ছে। যাতে করে দূর থেকে দর্শকরা মায়ের দর্শন করতে পারে। দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পুজার দিন গুলিতে দর্শনার্থীদের জন্য মাস্ক সেনিটাইজারের ব্যবস্থা রাখা হবে। একই সাথে থার্মাল স্কিনিং-এর ব্যবস্থা রাখা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাসাপাসি তিনি দর্শনার্থীদেরকেও সতর্কতা অবলম্বন করে পুজা দেখতে বের হওয়ার আহ্বান জানান তিনি।