স্টাফ রিপোর্টার, মেলাঘর, ১৪ অক্টোবর।। মেলাঘর বিওসি সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশের এক নাবালককে আটক করা হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে আটক নাবালকের বাড়ি বাংলাদেশের কুমিল্লার কুসুমপুর এলাকায়। তার মায়ের মৃত্যুর পর বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।সীমান্ত দিয়ে সে এক বাড়ীতে কাজ করতো ওই নাবালক। সকালবেলা বাড়ির মালিক তাকে মারধর করায় বাড়ি থেকে পালিয়ে আসে সে। মেলাঘর বিওসি সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে।তখন ঐ স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ছুটে গিয়ে ওই নাবালককে আটক করে। আটক বাংলাদেশী নাবালককে মেলাঘর থানার পুলিশ চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে। চাইল্ড লাইন তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে।