স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৫ অক্টোবর।। সিধাই থানা এলাকার হেজামারার এসরাই এ সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।সংবাদ সূত্রে জানা গেছে পার্টি অফিসের পক্ষ থেকে গতকাল ওই এলাকায় মিছিল ও সভা সংগঠিত করা হয়েছিল। এরপরে আজ সকালে পার্টি অফিসের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে দেয় ও পার্টির জরুরী কাগজপত্র নষ্ট করে দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। সিপিআইএমের পক্ষ থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত না একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ ছুটে আসে।
পুলিশ এসে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনার জের ধরে এলাকায় ফের যেকোনো সময় অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।এর ফলে জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।