স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। রাজ্যের করোনা চিকিৎসার বেহাল অবস্থা সংবাদমাধ্যমে উঠে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠে রাজ্যের বর্তমান সরকার। ফলে গত ১১ সেপ্টেম্বর স্পেশাল ইকোনমিক জোনের শিলান্যাস করতে গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দেয়। তারপর থেকে সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের পর্যায়ক্রমে আক্রমণ বাড়তে থাকে। কখনো প্রাণনাশের হুমকি, আবার কখনো দৈহিক নির্যাতন। যা রাজ্যের ইতিহাসে হয়তো পূর্বে কখনো হয়নি বলেই চলে। কারণ সংবাদমাধ্যম রাজ্যে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করে দায়বদ্ধতা পালন করে আসছে। কখনো যে রাজ্যের সংবাদমাধ্যমকে বাক স্বাধীনতা হারিয়ে ফেলতে হবে সেটা হয়তো জানা ছিলনা সংবাদমহলের। তবে মুখ্যমন্ত্রী এ ধরনের হুমকি রাজ্যে সংবাদমাধ্যমে নিন্দার ঝড় বইছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উনার হুমকি প্রত্যাহার করার দাবি জানিয়েছিলো সংবাদমাধ্যম। কিন্তু মুখ্যমন্ত্রী হুমকি প্রত্যাহার করতে নারাজ।
বিষয়টি রাজ্যপাল থেকে শুরু করে দিল্লী প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অবহিত করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।আর ধারাবাহিকভাবে সংবাদমাধ্যমকে নিগ্রহ হতে হচ্ছে।আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার পূর্বের ঘোষণা অনুযায়ী অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের আহবানে সাড়া দিয়ে রবীন্দ্র ভবনে সম্মুখে শহীদ স্কয়ারে গন অবস্থানে বসে সংবাদ কর্মীরা। পরে গনবস্থানে উপস্থিত অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের চেয়ারম্যান সুবল কুমার দে বক্তব্য রেখে বলেন, সংবাদমাধ্যম কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নয়। সংবাদমাধ্যম মানুষের হয়ে বিগত দিনেও কাজ করে এসেছে। এবং আগামী দিনেও কাজ করবে। তবে এ ধরনের সাংবাদিক নিগ্রহের ঘটনায় রাজ্যে বিরল বলা যায়। এবং বর্তমান মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে যে হুমকি দিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নয়তো এই ধরনের আন্দোলন আগামী দিনে জনস্বার্থে এবং সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মহকুমারের সাংবাদিকেরা।