স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৪ অক্টোবর।। ভারত ও বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক আগেও ছিল বর্তমানেও আছে । মহুরী চরের যে সমস্যা সেই সমস্যা প্রায় শেষের পথে । দুদেশ আন্তরিকভাবে সমাধানের জন্য চেষ্টা করছে । বুধবার বিলোনিয়া মুহুরীঘাট অন্তশুল্ক বাণিজ্য কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন ভারতস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার মহম্মদ ইমরান। এদিন বিলোনিয়ায় ঝটিকা সফরে যান ভারতস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার মহম্মদ ইমরান।বিলোনিয়া সার্কিট হাউসে মিলিত হন জেলাশাসক দেব প্রিয় বর্ধন, মহকুমা শাসক মানিক লাল দাস, বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক , বিলোনিয়া পৌর পরিষদের পৌর মাতা শুক্লা দেব সরকার সহ অন্যান্যরা l এরপর বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরান নির্ধারিত ভিজিটের কাজ শুরু করেন । প্রথমে তিনি পরিদর্শন করেন বিলোনিয়া বিএসএফের ২০০ নাম্বার ব্যাটেলিয়ান হেডকোয়াটার অর্থাৎ বিলোনিয়া বিএসএফ ক্যাম্পে l বিএসএফ ক্যাম্প সন্নিহিত মুহুরী নদীর চর তিনি পরিদর্শন করেন। বিএসএফের আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন l
এরপর তিনি যান বিলোনিয়া মুহুরীঘাট আন্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রে। সেখানে গিয়ে বাংলাদেশ ল্যান্ড কাস্টমে যান। বাংলাদেশ ল্যান্ড কাস্টম থেকে বিজিবি-র সিও কামরুল আকরামের কাছ থেকে বর্তমানে মুহুরীচরের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেন l পরবর্তী সময়ে বাংলাদেশে কাস্টমসের ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন l সেখান থেকে এসে আবার বিলোনিয়া বিতর্কিত ভারতীয় এবং বাংলাদেশের বিতর্কিত মুহুরীর চর পরিদর্শন করেন। এর পরবর্তীতে ভারতের যে কাস্টম অফিস সেখানে পরিদর্শন করেন। যেখানে ডাম্পিং স্টেশন আছে সে জায়গাটা পরিদর্শন করেন l পরবর্তী সময়ে মরিগাঁও আন্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান ভারত-বাংলাদেশের সুসম্পর্ক আগেও ছিল এখনো আছে । এই মুহুরীচরের যে সমস্যা আছে তা প্রায় শেষের পথে। তিনি আন্তরিকভাবে এই বিষয়ে চেষ্টা করছেন । পাশাপাশি সেখানে ভারত-বাংলাদেশ মুহুরীঘাট দিয়ে বন্ধ রেল চলাচলের চালু করার বিষয় নিয়ে বিলোনিয়ার বিধায়কের সাথে আলোচনা করেন l ল্যান্ড কাস্টম পরিকাঠামো নির্মাণ সেই কাজটাও আটকে রয়েছে । সেই বিষয়েও তিনি দেখবেন বলে জানান l বিলোনিয়া পুর পরিষদের পৌরমাতার তরফ থেকে চারটি দাবি বাংলাদেশের হাইকমিশনারের কাছে রাখা হয় । এদিকে বাংলাদেশ হাইকমিশনারের সাথে আগরতলা স্থিত বাংলাদেশ ভিসা অফিস এর সহকারী-হাইকমিশনার কিরিটি চাকমাও এই দিন বিলোনিয়া সফর করেন l