স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ অক্টোবর।। একের পর এক সংবাদের জেরে কমলাসাগর পর্যটন কেন্দ্রের মূল ফটকের মেরামতির কাজ শুরু করল পর্যটন দপ্তর। উল্লেখ্য বেশ কয়েক বছর আগে কমলাসাগর কসবা কালী মন্দিরের উদ্দেশ্যে গকুলনগর স্থিত রাস্তার মাথা চৌমুহনীতে পর্যটন দপ্তরের উদ্যোগে একটি বিশাল আকারের গেট বানানো হয়। বর্তমানে এই গেটটির অবস্থা এতটাই খারাপ যে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই গেইটের নিচে রয়েছে একটি অটো স্ট্যান্ড। প্রতিদিন কয়েকশো অটো গেটের নিচে দাঁড়িয়ে থাকে। কমলাসাগর, কোনাবন, মধুপুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষ এই চৌমুনী ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। অথচ পর্যটন দপ্তর গেইটটি সারাইয়ের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি।
প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এই রাস্তা ধরে কমলাসাগর কসবা কালী মন্দিরে আসা যাওয়া করে। পর্যটকদের দৃষ্টি যায় সেই মূল ফটকের দিকে। এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশনের পর রাজ্য পর্যটন দপ্তরের কুম্ভ নিদ্রা ভঙ্গ হয়। পর্যটন দপ্তরের থেকে এই মূল ফটকটির মেরামতের কাজ শুরু হয়েছে। কমলাসাগরের মূল ফটকের কাজ শুরু হওয়ায় অত্যন্ত খুশি সাধারন মানুষ।