স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। উত্তরপ্রদেশে হাথরসে তরুণী গণধর্ষণের পর খুনের ঘটনায় গোটা দেশ প্রতিবাদে সামিল। একইভাবে রাজ্য প্রতিবাদে সামিল হলো বাম সংগঠনগুলি। মঙ্গলবার সিআইটিইউ, এআইকেএস, এ আই এ ডব্লিউ ইউ এবং জিএমপি যৌথভাবে এক প্রতিবাদী মিছিল সংঘটিত করে শহরের রাজপথে। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর গান্ধীঘাট এলাকায় একটি বিক্ষোভ সভা করতে যাওয়ার পথেই সিটি সেন্টার সংলগ্ন মিছিলটি আটকে দেয় আরক্ষা প্রশাসন। মিছিলে নেতৃত্ব দেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। মিছিলটি আটকে দেওয়ার পর তিনি সিটি সেন্টার সংলগ্ন স্থানে ক্ষোভ প্রকাশ করে বলেন, আইন শাসন বলতে কিছুই নেই।
যেমন উত্তরপ্রদেশে যোগীর রাজত্বে দলিতদের উপর নিপীড়ন বাড়ছে। এই রাজ্যেও একইভাবে আইন শাসন ভেঙে পরেছে। ধর্ষণ এবং খুন সহ নারী সংক্রান্ত অপরাধ জনিত ঘটনায় অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে। গণতন্ত্রের কবর দিয়ে দিচ্ছে এই বিজেপি সরকার। তাই তারা পুলিশ , প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করতে চায় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন যদি সরকার এধরনের নারী সংক্রান্ত ঘটনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে প্রতিবাদ আরও বৃহত্তর গড়ে তোলা হবে।