স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন ডুকলির চন্ডী মাতা এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম অভিজিৎ দাস।স্থানীয় সূত্রে জানা গেছে অভিজিৎ দাস নামে ওই যুবক আসক্ত থাকতো।সেজন্য পরিবারের তরফ থেকে অভিজিৎ দাস কে দূর্গা চৌমুহনী সোসাইটির অধীনে নেশা মুক্তি কেন রে ভর্তি করানো হয়েছিল। নেশা মুক্তি কেন্দ্র থাকতো অভিজিৎ দাস নামে ওই যুবক।
গত জুলাই মাসে তাকে সেখানে ভর্তি করানো হয়।বিনিময়ে পরিবারের তরফ থেকে জয়েস সোসাইটিকে মাসে ৭ হাজার টাকা করে দেওয়া হতো।নেশা মুক্তি কেন্দ্র থেকে কিভাবে এসে বেরিয়ে এলো এবং কিভাবে তার মৃত্যুর ঘটনা ঘটল তা নিয়ে রীতিমতো কৌতুহলের সৃষ্টি হয়েছে। নেশা মুক্তি কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে নেশা মুক্তি কেন্দ্র থেকে এসে বেরিয়ে এলো সেই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।নেশা মুক্তি কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের লোকজন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।