স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের জন্য মঙ্গলবার নন্দননগর আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে অনুষ্ঠিত হয় বিশেষ টিকা করণ শিবির। এদিন মোট ৫০ জন সাফাই কর্মীদের টীকা করণ করা হয়। কাজ করতে গিয়ে তাদের হাত পা কাটার সম্ভাবনা বেশি থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই এদিন টকসাইড ও হেপাটাইটিস বি প্রতিষেধক দেওয়া হয়। যাতে কারে তারা এই রোগ থেকে মুক্ত থাকে। একই শিবির থেকে সাফাই কর্মী যারা অন্যান্য রোগে আক্রান্ত তাদের রোগ সনাক্ত করণ প্রক্রিয়া হয়। ডায়াবেটিস, হাইপারটেশনের রোগীদের চিহ্নিত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এই উদ্যোগ আগরতলা পুর নিগমের সমস্ত ওয়ার্ড গুলি নিয়ে বিভিন্ন হাসপাতালে হচ্ছে। নন্দননগর এলাকায় যে সমস্ত ওয়ার্ড গুলি রয়েছে সেই ৭ টি ওয়ার্ডের সাফাই কর্মীদের ধারাবাহিক ভাবে এই টিকাকরণ করা হচ্ছে। সোমবার উজানঅভয় নগরে এই টিকাকরণ করা হয়। মঙ্গলবার হয় নন্দননগর আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে । এই বিষয়ে জানান ইমুনাইজেশন নোডাল অফিসার ডাঃ চন্দন দেবনাথ।