স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ অক্টোবর।। কণ্যা সন্তান সশক্তিকরণের লক্ষ্যে আয়োজিত বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচীর আওতায় আন্তর্জাতিক কণ্যা সন্তান দিবস-২০২০ এর ধলাই জেলা ভিত্তিক কর্মসূচী অনুষ্ঠিত হল ধলাই জেলা শাসক কার্যালয়ের কণফারেন্স হলে। মঙ্গলবার এই জেলা ভিত্তিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি গোপ, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন চন্দন ভৌমিক এবং ধলাই জেলা শাসক গোবেকার ময়ূর রতিলাল। এদিনের অনুষ্ঠানে আলোচণা করতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন মেয়েদের অধিকার রক্ষার্থে সমান অধিকার ও ন্যায় বিচার পাওয়ার যে আওয়াজ তা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন।