স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ অক্টোবর।। পানীয় জলের দাবি-তে ত্রিপুরায় প্রত্যন্ত গিরীবাসী-রা আজ জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। দীর্ঘক্ষণ অবরোধের ফলে উভয়দিকের প্রচুর যানবাহন আটকা পড়েছিলেন। পরে পানীয় জলের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি-তে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন গিরীবাসী-রা।আজ বিকেল চারটা নাগাদ মুঙ্গিয়াকামী বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। প্রমীলা বাহিনী কলসি, বালতি নিয়ে জাতীয় সড়কে বসে পড়েন। জনৈক মহিলা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। অথচ, প্রশাসনের কারোর সে-দিকে কোন নজর নেই। তিনি বলেন, পাম্প মেশিন খারাপ হয়ে রয়েছে।
ইতিমধ্যে একাধিকবার স্থানীয় বিডিও এবং ডিডব্লিউএস দফতরে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।ওই পাম্প মেশিন খারাপ হওয়ায় মুঙ্গিয়াকামী এবং পার্শ্ববর্তী এলাকায় তীব্র জলকষ্ট দেখা দিয়েছে। তাই, আজ তারা বাধ্য জাতীয় সড়ক অবরোধে বসেছেন, বলেন ওই মহিলা। এদিকে, মুঙ্গিয়াকামি থানার পুলিশ অবরোধ প্রত্যাহার করার জন্য বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছে। অবশেষে পাম্প অপারেটর শৈলেশ দেববর্মা অবরোধস্থলে গিয়ে পানিও জলের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন। তাঁর আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেন গিরীবাসী-রা। প্রসঙ্গত, ওই এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিলেও ট্যাংকারে করে জল সরবরাহের কোন ব্যবস্থা নেই। এদিন, প্রায় ১ ঘন্টা অসম-আগরতলা জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল।