স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ অক্টোবর।। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা ধলাই জেলার কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসা পূর্ত দপ্তরের কনফারেন্স হলে। মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি মোহাম্মদ শাহপরান উদ্দিন, রাজ্য সম্পাদক বেনু ভূষণ বড়ুয়া, সংখ্যালঘু মোর্চার ধলাই প্রভারি আহিদ-উদ-জামান, সংখ্যালঘু মোর্চার ধলাই জেলার সভাপতি এস,কে ডারলং সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে মূলত সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতি তিন মাস পর পর এই বৈঠক হয়।
বিগত তিন মাসে কি কি কাজ হয়েছে। এর উপর আলোচনা করা হয়। সেই সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচীর বিষয়ে বৈঠকে স্থীর করা হয়। আগামী কিছু দিনের মধ্যে এডিসি নির্বাচন। সেই নির্বাচনে কি ভাবে সংগঠন কাজ করবে তা নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি মোহাম্মদ শাহপরান উদ্দিন।