স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। সামনেই দুর্গোৎসব। তাই, করোনা মোকাবিলায় শুধু নির্দেশিকা জারি করা যথেষ্ট নয়। উৎসবের মরশুমে মানুষ-কে সংবেদনশীল ও সচেতন করে তুলতে হবে। পাশাপাশি, তাঁদের সাথে আলোচনা এবং কঠোর নজরদারিও চালাতে হবে ত্রিপুরা সরকার-কে। করোনা ইস্যুতে ত্রিপুরা হাইকোর্ট-এ সুয়োমুটো মামলায় এই মন্তব্য করেছে প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ। কারণ, কেরালায় প্রসিদ্ধ ওনাম উৎসবে করোনা-র প্রকোপ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ত্রিপুরার শিক্ষা নেওয়া উচিত বলে মনে করে আদালত।করোনা-র প্রকোপে ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় পুরো ভেঙে পড়েছিল। চারিদিকে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে ত্রিপুরা হাই কোর্ট সুয়োমুটো মামলা নেয় এবং রাজ্য সরকার-কে নোটিশ জারি করেছিল। বিভিন্ন বিষয়ে আদালত রাজ্য সরকারের জবাব চেয়েছে।
ত্রিপুরা সরকারও যথারীতি সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছে।আজ প্রধান বিচারপতি বলেন, ত্রিপুরা সরকার কোভিড-১৯ পরীক্ষা বৃদ্ধি-তে আদালতের পরামর্শ আংশিক মেনেছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ৭ ও ৮ অক্টোবর করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। প্রায় ১০ শতাংশের কাছাকাছি। কিন্তু তাতে মনে করার কোন কারণ নেই, ত্রিপুরায় করোনা নির্মূল হয়ে গেছে। করোনা আক্রান্তের নিম্নগামী প্রবণতা নিঃসন্দেহে ভাল লক্ষণ। তবুও, আমাদের আরো সতর্ক থাকতে হবে। সাথে কঠোর নজরদারি চালাতে হবে, বলেন তিনি। এদিন ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকার-কে বলেছে, সতর্কতা এবং সচেতনতা-র প্রচারের গতি বাড়াতে হবে। দুর্গোৎসবে করোনা-র প্রকোপ বাড়তে না পারে তা সুনিশ্চিত করতে হবে। এ-বিষয়ে বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, কেরালা করোনা মোকাবিলায় প্রসংশনীয় কাজ করেছে।
কিন্তু, ওনাম উৎসবে ঢিলেমি দেওয়ায় হটাৎ করে করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, কেরালা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কোনভাবেই দুর্গোৎসবে করোনা ছড়াতে দেওয়া যাবে না। প্রধান বিচারপতি-র বক্তব্য, দূর্গা পূজা-কে কেন্দ্র করে সর্বত্র কঠোর নজরদারি চালাতে হবে। সচেতনতা বৃদ্ধির সাথে মানুষ-কে সংবেদনশীল করে তুলতে হবে। এ-ক্ষেত্রে শুধু নির্দেশিকা জারি করা যথেষ্ট নয়। মানুষের পাশাপাশি পূজা আয়োজকদের সমানভাবে দায়িত্ব নিতে হবে। বলেন তিনি।