স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৩ অক্টোবর।। কদমতলা ব্লক এলাকায় জোর গতিতে চলছে উন্নয়ন মুলক কাজ। পুজোর আগে বেশ কয়েকটি নাট মন্দিরের কাজ সম্পুর্ন হয়ে যাবে। আর বাকি গুলি চলছে জোড় কদমে । পুজোর আগে নির্মাণ কাজ গুলি কিভাবে শেষ করা যায় তা নিয়ে মঙ্গলবার ব্লক আধিকারিক কমল দেববর্মা সহ ব্লকের ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে পরিদর্শন করলেন ব্লক চেয়ারম্যান সুব্রত দেব , ভাইস চেয়ারম্যান বিদ্যা ভূষন দাস। প্রত্যন্ত পিয়ারাছড়া এলাকায় নাট মন্দিরের কাজ চলছে। পাশাপাশি নতুন বাজার শেড তৈরি হয়েছে ।
পুরনো বাজার শেডটিরও মেরামতের কাজ চলছে। অন্যদিকে প্রতিমা বিসর্জনের জন্য কোন দশমীঘাট ছিলোনা কদমতলায়। বামুনিয়া ব্রীজের নিচে দশমীঘাট নির্মাণের কাজ হচ্ছে। পুজোর আগেই এই কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন ব্লকের ভাইস চেয়ারম্যান। ব্লকের ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস আরো জানান উন্নয়ন শুধু কদমতলা সদরের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত এলাকাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ চালিয়ে যাচ্ছেন তারা। আগামী দিনে আরো কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি ।