স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ অক্টোবর।। রাজ্যে সমস্ত কৃষি ঋণ মুকুব করা, ধান আলু সহ রাজ্যের উৎপাদিত ফসল কৃষকদের কাছ থেকে লাভজনক মূল্যে সরকার ক্রয় করা, কৃষি জমি সংস্কারে সরকারি ভর্তুকি প্রদান করা, রাজ্যের প্রত্যেক মহাকুমায় সরকারি হীমঘর স্থাপন করা সহ নয় দফা দাবিতে বুধবার আগরতলা কৃষি ভবনে ডেপুটেশন প্রদান করা হয় অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এ আই কে কে এম এস রাজ্য কমিটির আহ্বায়ক সুব্রত চক্রবর্তী।
এদিন চার সদস্যের এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিক দেবপ্রসাদ সরকারের হাতে দাবি সনদ তুলে দেন। এ আই কে কে এম এস রাজ্য কমিটির আহ্বায়ক সুব্রত চক্রবর্তী জানান, বিজেপি সরকারের একতরফা দেশের কৃষক, কৃষি শ্রমিক এবং সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ৩ টি কৃষি আইন সংখ্যাগরিষ্ঠতার জোরে সম্প্রতি পাস করে নিয়েছে। ফলে কর্পোরেট লাভান্বিত হবে। কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। করোনা পরিস্থিতির সুযোগে পুঁজিবাদীদের স্বার্থে এ ধরনের বিল পাস করে নিয়েছে সরকার। কৃষি বিরোধী এই বিলগুলি সরকারকে প্রত্যাহার করতে হবে। আর এরই দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে দপ্তর আধিকারিকের কাছে। দপ্তর আধিকারিক বিষয়টি সহমত পোষণ করে জানান উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।