মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১০টি নগর এলাকাকে সম্পসারণের অনুমোদন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। রাজ্যের ৫টি দপ্তরে কর্মরত স্থায়ী শ্রমিকদের মাসিক ফেমিলি পেনশনের হার বৃদ্ধি করা হয়েছে৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ সন্ধ্যায় সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান৷ তিনি বলেন, ক’ষি, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প ও বাণিজ্য, মৎস্য ও বন দপ্তরে প্রায় ১,২০০ জন স্থায়ী শ্রমিক কর্মরত রয়েছেন৷ গত ২০১৯ সালের মার্চ মাসে কর্মরত শ্রমিকদের অবসর গ্রহণের পর পেনশনের হার বৃদ্ধি করা হয়েছিল৷ পূর্বে স্থায়ী শ্রমিকদের মাসিক পেনশন ছিল ৪০০ টাকা থেকে ১,৩০০ টাকা৷ গত বছরের রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে তা বেড়ে দাঁড়ায় মাসিক নূ্যনতম ২,৫০০ টাকা থেকে ৩,৬০০ টাকা৷ আজকের মন্ত্রিসভার বৈঠকে শ্রমিকরা মারা গেলে তাদের পরিবার যে মাসিক পেনশন পেতো তার পরিমাণ বাড়ানো হয়৷ নতুন এই সিদ্ধান্তের ফলে বর্তমানে ফেমিলি পেনশন হবে মাসিক নূ্যনতম ১,২০০ টাকা থেকে ১,৮০০ টাকা৷ এরফলে ২,৫০০ জন উপক’ত হবেন বলে শিক্ষামন্ত্রী জানান৷

শিক্ষামন্ত্রী আরও জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১০টি নগর এলাকাকে সম্পসারণের অনুমোদন দেওয়া হয়৷ এই ১০টি নগর এলাকা হল আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ, মেলাঘর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, কমলপুর নগর প’ায়েত, জিরানীয়া নগর প’ায়েত এবং সাবম নগর প’ায়েত৷ শিক্ষামন্ত্রী জানান, প’ায়েত দপ্তর থেকে নগরোন্নয়ন দপ্তরের কাছে জানানো হয়, সংশ্লিষ্ট প’ায়েত এলাকার জনগণ ও জনপ্রতিনিধিগণ ঐ এলাকার উন্নয়নের জন্য নগর এলাকার সাথে সংযুক্ত হতে চায়৷ এই দাবীর পরিপ্রেক্ষিতেই রাজ্যের ১০টি নগর এলাকাকে সম্পসারণের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে আনুমোদন দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?