স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। সম্প্রতি সংসদে পাশ হওয়া কৃষি বিলের সমর্থনে মঙ্গলবার বিজেপি কাঞ্চনপুর মণ্ডল কমিটির উদ্যোগে অভিনন্দন রেলি অনুষ্ঠিত হয়। কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড থেকে রেলিটি শুরু হয়ে কাঞ্চনপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে রেলিটি পুনরায় পুরাতন মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়। রেলিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। রেলির অগ্র ভাগে ছিলেন বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ, বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের সভাপতি গৌতম রায়, সহ-সভাপতি অরুণ চন্দ্র নাথ , উত্তর ত্রিপুরা মহিলা মোর্চা সভানেত্রী রুপালি অধিকারী সহ অন্যান্যরা।