স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। রাতের অন্দকারে আবারো দুষ্কৃতিরা হামলা চালাল এক বাড়িতে। ঘটনা রাজধানীর দক্ষিন জয়নগর এলাকায়। দক্ষিন জয়নগর এলাকার বাসিন্দা প্রদীপ দাস। সোমবার রাতে দুষ্কৃতিরা প্রদীপ দাসের বাড়িতে হামলা চালায়। বাড়ির মূল ফটক ভেঙ্গে দুষ্কৃতিরা বাড়িতে প্রবেশ করে। প্রদীপ দাসের বাড়িতে রয়েছে ভাড়াতিয়া। তারাও দুষ্কৃতিদের হাত থেকে রক্ষা পায়নি। দুষ্কৃতিরা বাড়িতে প্রবেশ করে প্রথমে দেখতে পায় এক ভাড়াটিয়ার স্কুটি। ব্যাপক ভাংচুর করা হয় স্কুটিটি।
পরে দুষ্কৃতিরা হামলা চালায় বসত ঘরে। বসত ঘরের দ্রজা জানালা ভাংচুর করা হয়। বাড়ির মহিলারাও দুষ্কৃতিদের হাত থেকে রক্ষা পায়নি। আক্রান্ত হতে হয়েছে বাড়ির মহিলাদেরকেও। মুখোশধারি দুষ্কৃতিরা ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। বাড়ির মালিক সহ মহিলারা জানান রাতের বেলা তারা রাতের খাবার খেয়ে ঘুমানোর পর দুষ্কৃতিরা হামলা চালায়। তবে কেন দুষ্কৃতিরা এই হমালা চালিয়েছে সেই বিষয়ে বাড়ির লোকজন অবগত নয়। বাড়ির লোকজন এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান।