স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ অক্টোবর।।
সরোবর নগরী উদয়পুরের একটি বড় জলাশয় ধন্য সাগর। মহারাজ ধন্য মানিক্য এই জলাশয় খনন করিয়েছিলেন। কথিত আছে বাংলার নবাব হোসেন শাহর সঙ্গে যুদ্ধ জয়ের স্মারক হিসেবে এই জলাশয় খনিত হয়েছিল। এই ধন্যসাগরের দৈর্ঘ্য ১৬০০ হাত,প্রস্থ ৪৮০ হাত।
এই দীঘির পূর্ব পাড়ে ষোল কোণ দালান বা বৈকুন্ঠপুরী নামে একটি মন্দির ছিল। এর কাছেই ধন্যমানিক্য নির্মিত ফুলকুমারীর কুঞ্জ ছিল। ১৪৯০ খ্রীষ্টাব্দে ধন্যমানিক্য সিংহাসনে আরোহণ করেন। ১৫১৫ খ্রীষ্টাব্দে তিনি প্রয়াত হন। কসবা কালী মন্দিরের পাশে কমলা সাগর ধন্যমানিক্য তাঁর পত্নীর নামে খনন করিয়েছিলেন। ধন্য মানিক্যের শ্রেষ্ঠ কীর্তি শ্রীশ্রী মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দির নির্মাণ।
ধন্যসাগর অযত্নে অবহেলায় রয়েছে সুদীর্ঘ কাল ধরে। উদয়পুর বিবরণ গ্রন্থে দীঘির যে পরিমাপ দেওয়া আছে, সেটা নিশ্চয়ই এখন নেই। এই জলাশয়ের সৌন্দর্যায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। ধন্যসাগর নামটি পর্যন্ত বিকৃত হয়ে ধনী সাগর হয়ে গেছে রাজ আমল থেকেই।