স্টাফ রিপোর্টার, বক্সনগর, ১২ অক্টোবর।। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বক্সনগর এলাকার পুটিয়া হাই স্কুলে ঢুকে এক ছাত্রকে ক্লাস রুমে ঢুকে বেধড়ক মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী র জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে পুটিয়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস রুমে বসে গল্প করছিল। হঠাৎ বিএসএফের জওয়ানরা স্কুলে ঢুকে পাচারকারী সন্দেহে ওয়াস সময়ের ভিতর ছাত্রকে চপেটাঘাত করে।
ঘটনায় মুহূর্তেই তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।ছাত্র-ছাত্রীদের চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন স্কুলে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। তাদের অভিযোগ বিএসএফ জওয়ানরা পাচারকারীদের পাকড়াও করতে না পেরে নিরীহ মানুষ এমনকি স্কুল পড়ুয়া ছাত্রদের ওপর হামলা শুরু করেছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনগণ বিএসএফের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।