স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।।করোনার কড়াল গ্রাসে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় স্থানে আছে। বনদপ্তরের একটি অংশ পঞ্চকর্মা। পঞ্চকর্মার উদ্যোগে পঞ্চকর্মা থেরাপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থেরাপি মূল উদ্দেশ্য করোনা প্রতিরোধ করা।মঙ্গলবারে থেরাপি শহরের গরখাবস্টিস্থিত বনদপ্তরের কার্যালয়ের সম্মুখে দেওয়া হয়।
পঞ্চকর্ম থেরাপি বাসক পাতা, তুলসী পাতা, আদা, জৈন সহ বিভিন্ন প্রতিষেধকের মিশ্রণে তৈরি বলে জানায় চিকিৎসক। প্রতিষেধক নেওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বলে জানান তিনি। আরএই থেরাপি আগামী দিনে বাড়ি বাড়ি পৌঁছানোর লক্ষমাত্রা নিয়েছে বনকর্মীরা বলে জানান তিনি।