স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ অক্টোবর।। জামজুরিকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলি গ্রামে কার্যকর করা। এবং অতিরিক্ত বিষয়গুলো প্রয়োগ করার দিশা নির্দেশিকা তৈরি করা হয়েছে। এগুলি খুব দ্রুত কার্যকর করা হবে। এই গ্রামের বাসিন্দা টুটুল দেব বর্ধন এ্যাকুরিয়ামে মাছের চাষ করছেন। গ্রামের মধ্যে এই চিন্তা ভাবনা আসা এবং তাকে বাজারজাত করা।
তার থেকে আর্থিক উপার্জন করা, ত্রিপুরার মত রাজ্যের সুদূর গ্রামে কেউ কোনদিন কল্পণা করতে পারেনি। আজ থেকে চার বছর আগে হায়দ্রাবাদে এ্যাকুরিয়াম ফিস এর উপর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে উঠে আসে ত্রিপুরায় আদর্শ আবহাওয়া রয়েছে এই মাছ চাষ করার জন্য। আগে এবিষয়ে বলা হলেও তা কার্যকর হয়নি। কিন্তু বর্তমানে তা সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরার জামজুড়ি গ্রামে। এ্যাকুরিয়াম ফিস কালচারের মাধ্যমে ত্রিপুরার নবীন প্রজন্ম বড় মাত্রায় রোজগার করতে পারবে।
এর আন্তর্জাতিক বাজার রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ গুলি এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে এ্যাকুরিয়াম ফিস আসে। এটাই সারা ভারতবর্ষে বাজার নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন রাজ্যের জামজুড়ি গ্রামে এই এ্যাকুরিয়াম ফিস কালচার করতে সক্ষম হয়েছে। তার জন্য যারা এই প্রচেষ্টা হাতে নিয়েছে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার গোমতী জেলার উদয়পুরে জামজুরির বাসিন্দা টুটুল দেব বর্ধনের অর্নামেন্টাল ফিস ফার্মিং সেন্টার পরিদর্শন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ফার্মের মালিক টুটুল দেব বর্মণ ও তাঁর স্ত্রীর সঙ্গে। তাদের পাশে রয়েছে সরকারী বলে জানান তিনি।
নিজেকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি আরো অনেককে স্বনির্ভর করতে সহায়তা করবে এই প্রচেষ্টা। যারা এখনো ভাবে রোজগারের পথ কি হতে পারে তার জন্য দিশা দেখাবে এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের জামজুরি শাখার এটিএম পরিষেবার সূচনা করেন। পরে ঘুরে দেখেন ব্যবস্থাপনা। কথা বলেন ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে। এই এটিএম কেন্দ্রের সূচনার মাধ্যমে দীর্ঘ দিনের জামজুরির মানুষের স্বপ্ন পূরণ হল।