স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ অক্টোবর।। ধলাই জেলার ডলুবাড়ী কোভিদ কেয়ার সেন্টার সংলগ্ন পুলিশ গার্ড রুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। মৃত পুলিশ কনস্টেবলের নাম অশ্বিনী দাস। তার বাড়ি খোয়াই। গতকাল রাতে ডিউটি করার সময় হঠাৎ অশ্বিনী দাস নামে ওই কনস্টেবল বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা যায়।
সঙ্গে সঙ্গে তাকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্তব্যরত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু সংবাদে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের পর মঙ্গলবার পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃতদেহ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে।