স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের বুকে দুই জন সাংবাদিক খুন হয়ে যাওয়ার পরও তৎকালীন সরকারের ভুমিকা ছিল এক প্রকার নিরব দর্শক। বাধ্য হয়ে সেই সময় রাস্তায় নেমে সাংবাদিকদের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করতে হয়েছিল। কিন্তু তাতেও হয়নি কোন কাজ।
সাংবাদিকদের দাবি ছিল দুই সাংবাদিক হত্যার তদন্তভার সিবিআই-র হাতে তুলে দেওয়া হোক। কিন্তু তাতে তৎকালীন বামফ্রন্ট সরকার অনিহা প্রকাশ করে এক প্রকার। শেষ পর্যন্ত রাজ্যে সরকার পরিবর্তনের পর দুই সাংবাদিক হত্যার তদন্তভার সিবিআই-র হাতে তুলে দেওয়া হয়। ক্ষমতায় থাকাকালিন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিরব ভুমিকা পালন করলেও, ক্ষমতা হারানোর পর বর্তমানে ওনার মুখে সাংবাদিকদের জন্য শোনা গেল মায়া কান্না।
বিরচন্দ্র মনুর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার মেলারমাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের জন্য এক প্রকার মায়া কান্না করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন দুই বছর পূর্বে মিডিয়ার একটা বড় অংশ বর্তমান সরকারের হয়ে কাজ করেছে। মার্ক্সবাদি কমিউনিস্ট পার্টির সাথে মিডিয়ার কি শত্রুতা রয়েছে ওনার জানা নেই।
তবে তিনি এইদিন অকপটে স্বীকার করে নেনে পূর্বতন সরকার সংবাদ মাধ্যমের কিছু কিছু দাবি পূরণ করতে পারেনি। সাংবাদিকদের নিয়ে মায়া কান্না করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সম্প্রতি সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। এইদিনের সভায় মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক, সিপিআইএম কেন্দ্রিয় কমিটির সদস্য বাদল চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক, সহ অন্যান্যরা।