স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে আরো গতিশীল করতে ইতিমধ্যেই এসপিও নিয়োগের সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক এসপিও নিয়োগের জন্য পুরুষ ও মহিলা প্রত্যাশীরা আবেদন পত্র জমা দিয়েছে। যারা আবেদন পত্র জমা দিয়েছে তাদেরকে ইতিমধ্যে নিজ নিজ থানায় ডাকা হচ্ছে।
এইদিন পশ্চিম আগরতলা থানা এলাকার আবেদনকারিদের পশ্চিম আগরতলা থানায় ডাকা হয়। সেখানে তাদের শারীরিক গঠনের মাপ পরীক্ষা করা হয়। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের শারীরিক গঠনের মাপ পরীক্ষা করা হয় এইদিন। এই বিষয়ে জানান পশ্চিম আগরতলা থানার অসি জয়ন্ত কর্মকার। রবিবার কল্যানপুর থানা এলাকার ১৯২জন আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র ও শারীরিক গঠনের মাপ পরীক্ষা করা হয়।
চাকুরী প্রার্থীদের এই প্রক্রিয়া চলে থানায়। প্রচুর প্রত্যাশী এদিন অংশ নেয়। তবে ব্যাপক লোক সমাগম ঘটে থানায়। এই বিষয়ে জানান কল্যানপুর থানার ওসি সন্তোষ শীল। এছাড়াও উদয়পুর কে বি আই স্কুলের মাঠে শুরু হয়েছে এস পি ও নিয়োগের বাছাই পর্বের কাজ।