স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। সোমবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাচাও পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে এইদিন পরীক্ষা নেওয়া হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা জানান বছর বাচাও পরীক্ষার আগে নাম ছিল সাপ্লিমেন্টারি পরীক্ষা।
মাধ্যমিককিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ যদি একটি বিষয়ে ফেল করে তবে তারা এই পরীক্ষায় বসতে পারে। বছর বাচাও-র মানে হল একটা বছর যেন নষ্ট না হয়। বছর বচাও পরীক্ষায় কেউ যদি পাশ করতে পারে তবে সে উচু ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে। বছর বচাও পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৬ হাজার ১৩ জন। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৯৭১ জন। মোট ৭ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী। ১৬ টি সেন্টারের অধিন ৫২ টি ভেনুতে বছর বাচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আগরতলা শহরে রয়েছে ৪ টি সেন্টার। সাধারণত প্রতিটি জেলা সদরে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ভেনুর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২২ অক্টোবরের মধ্যে বছর বাচাও পরীক্ষা শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাসের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।