স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।।
মহিলাদের বিরুদ্ধে অপরাধ, বেকারত্ব এবং দেশের বিপর্যস্ত অর্থনীতি নিয়ে মোদী সরকার-কে সমালোচনায় বিঁধলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক কুলজিৎ সিং নাগড়া। সাথে তিনি ত্রিপুরাবাসী-কে স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থতার জন্য বিজেপি-আইপিএফটি জোট সরকার-কে এক হাত নিয়েছেন।
তাঁর দাবি, কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রেই সরকার পরিচালনায় বিজেপি ব্যর্থতার নজির স্থাপন করছে। তাতে, সাধারণ মানুষ-র প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। ত্রিপুরা সফরে এসে কুলজিৎ সিং নাগড়া প্রদেশ কংগ্রেস কমিটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। ত্রিপুরার দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরে দলের সাংগঠনিক অবস্থা মেপে নিয়েছেন তিনি। বিজেপি এবং সিপিএম-কে ত্রিপুরায় টক্কর দিতে কংগ্রেস কতটা সক্ষম তার আন্দাজ অনেকটাও হয়ে গেছে তাঁর।
আজ তিনি সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের আগামীদিনে কর্মসূচি-র রূপরেখা-র ঘোষণা দিয়েছেন। এডিসি নির্বাচন-কে পাখির চোখ হিসেবে লক্ষ্য স্থির করে কংগ্রেস ময়দানে ঝাঁপাবে, নিশ্চিত করেছেন তিনি।তাঁর কথায়, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এবং সিপিএম ছাড়া যে কোন রাজনৈতিক দলের সাথে জোটে রাজি কংগ্রেস। সেক্ষেত্রে অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতেই আসন সমঝোতা হবে। তিনি বলেন, টানা ২৫ বছর সিপিএম এবং গত ৩ বছর ধরে বিজেপি এডিসি-র উন্নয়নে কোন ইতিবাচক পদক্ষেপ নেয়নি।
ফলে, এডিসি এলাকা এবং ওই এলাকার বাসিন্দারা আজো উন্নয়নের ছোয়ার বাইরে রয়েছেন।এদিকে, আজ কুলজিৎ সিং নাগড়া কেন্দ্রের মোদী সরকার এবং ত্রিপুরায় বিজেপি জোট সরকার-কে চ্যাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, বিজেপি গণতন্ত্র-কে ধ্বংস করে দিয়েছে। চারিদিকে শুধু হাহাকার শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তাঁর দাবি, করোনাকালে ত্রিপুরায় বহু মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন। অথচ, কেউ মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছেন না। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, চিকিৎসা পরিষেবার অভাবে প্রতি বছর ত্রিপুরার প্রচুর মানুষ বহিঃরাজ্যে যাচ্ছেন। কিন্তু, সরকার পরিবর্তন হলেও পরিস্থিতিতে কোন বদল হয়নি।একই সুরে তিনি কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেছেন।
তাঁর দাবি, দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি, বেকারত্ব এবং বিধ্বস্ত অর্থনীতির জন্য কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ রূপে দায়ী। দেশ আজ ভুল নীতির জন্য গভীর সংকটের মুখোমুখি। তিনি সুর চড়িয়ে বলেন, মানুষ তার জবাব দেবে।