বিজেপির শান্তিরবাজার মন্ডলের উদ্দ্যোগে অনুষ্ঠীত শহীদান দিবস

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১২ অক্টোবর।। ৩৬ শান্তিরবাজার মন্ডল বিজেপির উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় শহীদান দিবস। ১৯৮৮ সালের ১২ অক্টোবর সি পি আই এম এর ঘাতক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা দুলাল দেবনাথ। দীর্ঘ বাম আমল চলাকালিন সময় থেকে দীর্ঘ ৩২ বছর শহীদ দুলাল দেবনাথের নাম পর্যন্ত কেউ মুখে আনেনি।

ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর থেকে যথাযথ মর্যাদার সহিত শহীদ দুলাল দেবনাথের শহীদদান দিবস পালন করা হচ্ছে। গত বছর এই শহীদদান দিবস ছোট আকারে করা হয়েছে।এই বছর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এই শহীদদান দিবস পালন করা হলো।বিজেপি সমর্থীত কর্মীরা নানান কর্মসূচীর মধ্যদিয়ে সোমবার এই শহীদদান দিবস পালন করেন। এই কর্মসূচীর মধ্যে শহীদ দুলাল দেবনাথের আত্মার সৎগতি কামনার্থে মহিলা মোর্চার উদ্দ্যোগে নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরনের আয়োজন করা হয়।

অপরদিকে তপশীলি জাতি মোর্চার উদ্দ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শহীদদান দিবসে বীর শহিদ দুলাল দেবনাথের বেদীতে পুস্প ও মাল্যদান করেন তার সহধর্মীনি, পরিবারের লোকজন ও ৩৬ শান্তিরবাজার মন্ডল বিজেপির সদস্যরা। এই শহীদদান দিবসে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা সহ সভাতিপতি বিভীষন চন্দ্র দাস, বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদক চেয়ারম্যান টিঙ্কু রায়, শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব।

৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপি কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামলাল দেবনাথ জানান ১২ ই অক্টোবর ১৯৮৮ সালে বীরচন্দ্র নগর এলাকায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সি পি আই এম এর দুস্কৃতিকারী শ্রীদাম পালের নেতৃত্বে অশান্তির বাতাবরন সৃষ্টি হয়েছে। এই অশান্তির বাতাবরনে বীরচন্দ্র নগরের নিরীহ ব্যাবসায়ী দুলাল দেবনাথ গুলি খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তখন এলাকার জনরোষ থেকে রেহাই পাননি শ্রীদাম পাল ও তার দেহরক্ষীরা।সি পি আই এম দীর্ঘ ২৫ বছর যাবৎ লোকজনদের বীভ্রান্তি করে ভূল বার্তা দিয়ে সস্তায় রাজনিতি করার জন্য শ্রীদাম পাল, তার দেহরক্ষী ও আরো কয়েকজনের নাম করে শহীদ দান দিবস পালন করে যাচ্ছে। কিন্তু তারা চাইলে ১৩ জনের পাশাপাশি দুলাল দেবনাথের শহীদ দান দিবস পালন করতে পারতো।

কিন্তু উনারা তা করেননি। তাই বিজেপি ক্ষমতায় আসার পর দুলাল দেবনাথের শহীদদান দিবস উৎযাপন করা হচ্ছে। তিনি জানান বামেদের শহীদ সুধীর দেবনাথ, ছত্রমনি দের্বমা,নিতাই সরকার, পুস্প মুড়াসিং এর পরিবার সকলে বর্তমানে সি পি আই এম ত্যাগকরে বিজেপিতে যোগদান করেছেন। অপরদিকে অন্যান্য বছর এইদিনে বীরচন্দ্র নগর এলাকায় সি পি আই এম এর শহীদ বেদীর সামনে শহীদ দান দিবস পালন করা হয়।কিন্তু এই বছর এর বেতিক্রমী চিত্র লক্ষ্য করা যায়। বর্তমানে সময়ে সি পি আই এম কর্মীরা শহীদদের ভূলে গেছেন বলে তীব্র গুঞ্জন চলছে লোকমনে।এইদিনে দারিয়ে শহীদ বেদি পরিষ্কার করার মতো কোনো লোকজন নেই।

বেদীটি সম্পূর্ন জঙ্গলে পরিপূর্ন হয়ে রয়েছে। তবে এই দিনে যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সমস্ত ধরনের আয়োজন করেন। এই শহীদদান দিবসকে কেন্দ্র করে বীরচন্দ্র মনু এলাকায় প্রচুর পরিমানে মোতায়েন করা হয় পুলিশ, টি এস আর ও সি আর পি এফ জওয়ান। জল কামান থেকে শুরু করে সমস্ত ধরনের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিলো আরক্ষা প্রসাশন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?