স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। ১৩ অক্টোবর আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দিবস। দিনটি রাজ্যেও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হবে। এদিন সচিবালয়ে এনআইসি ভিডিও কনফারেন্স রুমে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক অনুষ্ঠানে তুলে ধরা হবে।
আর এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসক অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবে। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্য ভূমিকম্প প্রবণতার দিকে পঞ্চম স্থানে রয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কথা মাথায় রেখে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি। জেলা, মহকুমা, পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মুকাবিলা জন্য পরিকাঠামো সাজিয়ে রাখা হয়েছে।
যাতে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে সরকার এনডিআরএফ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সজাগ দৃষ্টি রয়েছে সরকারের। রাজ্যে চলতি বছর তেমন বড় কোন বন্যা না হলেও ঝড়, সাইক্লোন হয়েছে। রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার টিম সে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কঠোর হাতে মোকাবেলা করেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে সম্প্রতি উদয়পুর মহাকুমা মহারানীতে বজ্রপাতে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত্যুর তিন জনের পরিবারকে চার লক্ষাধিক টাকা করে সহযোগিতা করা হবে আগামী কিছুদিনের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্য দেশের অন্যান্য রাজ্য থেকে কোন অংশে পিছিয়ে নেই বলে জানান তিনি।