স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে সোমবার মেলারমাঠস্থিত সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে বিরচন্দ্র মনুর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদান দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রিয় কমিটির সদস্য বাদল চৌধুরী, সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে শহিদ বেদীতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সিপিআইএম কেন্দ্রিয় কমিটির সদস্য বাদল চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান ১৯৮৮ সালের ১২ অক্টোবর বিরচন্দ্র মনুতে তৎকালীন ঘাতক বাহিনীর হাতে নিহত হয়েছিল মোট ১৩ জন। প্রতিবছর এই শহিদদের শহিদান দিবস পালন করা হয়ে থাকে বিরচন্দ্র মনুতে। এই ঘটনা যখন ঘটেছিল তখন বিজেপি দলের সংগঠন সেখানে ছিল না। অথচ বর্তমানে বিরচন্দ্র মনুতে সিপিআইএম-এর শহিদান দিবস বানচাল করছে তারা। তিনি আরও দাবি করেন বিরচন্দ্র মনুর শহিদদের আত্মবলিদান বিফলে যাবে না।