স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। ১৯৮৮ সালের ১২ অক্টোবর দক্ষিন জেলার বিরচন্দ্র মনুতে তৎকালীন ঘাতক বাহিনীর আক্রমণে নিহত হয়েছিল দুই দেহরক্ষী সহ আরও ১১ জন সিপিআইএম নেতা কর্মী। এই ঘটনার পর থেকে প্রতি বছর এই শহিদদের শহিদান দিবস পালন করে আসছে সিপিআইএম। প্রতি বছর ১২ অক্টোবর দিনটিকে শহিদান দিবস হিসাবে পালন করে সিপিআইএম।
এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এইদিন মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের কনভেনার বিজন ধর, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ন কর, সিপিআইএম নেতৃত্ব সুধন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে শহিদ বেদীতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ন কর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ১৯৮৮ সালের ১২ অক্টোবরের ঘটনার কথা তুলে ধরেন।