স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ অক্টোবর।। ত্রিপুরাকে নেশা সামগ্রী পাচারের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজ আবারো প্রমাণিত হয়েছে। আজ আগরতলায় বাধাঘাট বিধানসভা কেন্দ্র এলাকায় একটি গুদামে ৩০ হাজার বেআইনি ফেন্সিডিল ও এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে এই সাফল্য মিলেছে বলে দাবি পুলিশের। অবশ্য, ইতিপূর্বেও ওই গুদামে নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল।
সেই মামলা-এখনো নিস্পত্তি হয়নি। এরই মধ্যে আবারো নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা রহস্যজনক বলে মনে করা হচ্ছে।এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার মানিক দাস বলেন, গতকাল রাতেই গোপন খবরের ভিত্তিতে বাধাঘাট এলাকায় রানী সতী আটা-র মিল-র গুদাম সিল করা হয়েছিল। আজ সকাল থেকে পুলিশ অভিযান চালিয়েছে। তাতে, ৩০ হাজার ফেন্সিডিল এবং এসকাফ সিরাপ উদ্ধার হয়েছে। তাঁর দাবি, উদ্ধার নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকা হবে।তিনি জানান, ওই ঘটনায় গুদামের মালিক এবং এক কর্মচারী-কে আটক করা হয়েছে।
তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের খোঁজ করছে পুলিশ। এদিন জেলা পুলিশ সুপার স্বীকার করেন, ইতিপূর্বেও ওই গুদামে বেআইনি নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল। সেই মামলায় এখনো নিস্পত্তি হয়নি। ফলে, আজকের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা যথেষ্ট রহস্যজনক বলে মনে করা হচ্ছে। কারণ, একই গুদামে বার বার বেআইনি নেশা সামগ্রী উদ্ধার হওয়া সত্ত্বেও পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে না। তাতে, নেশা সামগ্রী পাচারকারী-রা সহজেই পার পেয়ে যাচ্ছে বলে মনে করা ভুল হবে না।