স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকে চাকুরি পাওয়ার পর ব্যাঙ্ক থেকে মতা অঙ্কের ঋণ নেয়। বর্তমানে তাদের চাকুরি নেই। এইদিকে ব্যাঙ্কের পক্ষ থেকে ঋণের কিস্তি প্রদানের জন্য চাপ দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে একটা সমাধান সুত্র বের করার জন্য সোমবার আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগরস্থিত প্রধান কার্যালয়ে ছুটে যায়। কিন্তু এইদিন গ্রামীণ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে ম্যানেজার কিংবা চেয়ারম্যান কেউই উপস্থিত ছিল না।
ফলে এক প্রকার মুখ ফিরিয়ে সেখান থেকে ফিরে আস্তে হয় আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের প্রতিনিধি দলের সদস্য সদস্যাদের। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডালিয়া দাস। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানান।