অনলাইন ডেস্ক, ১১ অক্টোবর।। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের দিনেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে পড়ে গেল প্রবল চাপে। শনিবারের নায়ক সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন মাঠের দুই আম্পায়ার।
শনিবার আইপিএল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএল সাসপেক্টেড ইললিগ্যাল বোলিং অ্যাকশন পলিসির ধারা মেনে মাঠের দুই আম্পায়ার জানিয়েছেন, সুনীল নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ। তাঁকে সতর্ক করা হয়েছে, তবে তিনি চলতি আইপিএলে বোলিং করতে পারবেন।’ কিন্তু সমস্যা হল, এর পরের ম্যাচেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে তিনি চলতি আইপিএলে আর বোলিং করতে পারবেন না।
তখন তাঁকে ভারতীয় বোর্ডের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির সামনে পরীক্ষা দিতে হবে। সেই কমিটি ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন বৈধ বললেই তিনি আবার বল করার সুযোগ পাবেন। ২০১৪ সালের আইপিএল থেকেই নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা শুরু হয়েছিল।
ওই বছরেরই চ্যাম্পিয়ন্স লিগে দুবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে কথা উঠেছিল। যে কারণে ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের হয়ে। সেই বছরেরই আইপিএলে ফের নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। নভেম্বর মাস পর্যন্ত তাঁর সমস্ত ধরনের প্রতিযোগিতায় বোলিং করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
২০১৬ সালে আইসিসি তাঁর বোলিং অ্যাকশন বৈধ বলে সার্টিফিকেট দেয়, কিন্তু তিনি নিজেই সেই বছর ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হয় ধন্দ। ক্যারিবিয়ান স্পিনারকে মাঠে ফিরিয়ে আনতে কলকাতা নাইট রাইডার্স বরাবর সহায়তা করেছে। লেস্টারের বায়োমেকানিস্ট কার্ল ক্রো-র কাছে তাঁকে পাঠানো হয়েছিল বোলিং অ্যাকশন সংক্রান্ত সমস্যা কাটিয়ে ফেলার জন্য।
তাঁর পরামর্শ মেনেই নারাইন নিজের বোলিং অ্যাকশন পাল্টে ফেলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, সেই সমস্যা পুরো কাটেনি। যার ফলশ্রুতি এদিন আম্পায়ারদের তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ফের প্রশ্ন তোলা। সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ কেকেআর-এর। তার আগে দীনেশ কার্তিকের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন এই ক্যারিবিয়ান তারকা।