অনলাইন ডেস্ক, ১১ অক্টোবর।। নতুন করে করোনার সংক্রমণ বাড়ার কারণে আরও এক মাস পিছিয়ে যেতে পারে আই লিগ। নির্ধারিত নভেম্বর মাসের পরিবর্তে তা হতে পারে ডিসেম্বর মাসেও। এমনই ইঙ্গিত দিয়েছেন আই লিগের সিইও সুনন্দ ধর। করোনার কারণে এবার আইলিগ প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের সমস্ত ম্যাচ হবে কলকাতায় বিশেষ জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে।
তা নিয়ে গত মাসেই কলকাতায় এসে মাঠ এবং যাবতীয় ব্যবস্থা দেখে যায় ফেডারেশনের বিশেষ প্রতিনিধি দল। কিন্তু তার পরেও কেন এক মাস আরও পিছিয়ে দিতে হবে আই লিগ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আই লিগের সিইও বলেছেন, কয়েক দিন আগে আই লিগের দলগুলির কর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। অধিকাংশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণের কারণে প্রাক মরসুম প্রস্তুতি শুরুই করা যায়নি।
তাছাড়া সব দলেই কমবেশি বিদেশি ফুটবলার রয়েছেন। তাঁরাও এসে পৌঁছতে পারেননি। ফলে বেশির ভাগ ক্লাবের আধিকারিকরা অনুরোধ করেন, নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে আই লিগ শুরু করলে ভাল হয়। সেক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে লিগ শেষ করে ফেলা যাবে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
যে হেতু বাংলায় এবার সমস্ত ম্যাচ হওয়ার কথা ছিল, তাই আইএফএ আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পরেই কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে সুনন্দ ধর জানিয়েছেন। তাছাড়া যদি নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে আই লিগ শুরু হয়, তা হলে রাজ্য সরকার সম্মতি দেবে কি না, সেটাও জানতে হবে। তাই দ্রুত এই বিষয়ে কথাবার্তা বলে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
তবে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, আই লিগ এক মাস পিছিয়ে গেলেও ফেডারেশন আগে যে নিয়মাবলি ক্লাবগুলিকে পাঠিয়েছে, তার প্রত্যেকটি নির্দেশ পালন করতে হবে সমস্ত দলকে। বিশেষ জৈব সুরক্ষিত বলয়ে খেলার সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলা এবং নিয়মিত কোভিড পরীক্ষা করাতেই হবে ফুটবলার থেকে সাপোর্ট স্টাফকে। করোনা থেকে সকলকে রক্ষা করাই এখন চ্যালেঞ্জ ফেডারেশনের।