অনলাইন ডেস্ক, ১১ অক্টোবর।। আনলক ৫ থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। করোনা আবহে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকার পরে চলতি মাসের ১৫ তারিখ থেকে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
তবে মানতে হবে বেশকিছু বিধি নিষেধ। সেই সব মেনেই দেশের নানা প্রান্তে থাকা হাজার হাজার প্রেক্ষাগৃহ আবারও গম গম করবে। শোনা যাচ্ছে ১৫ তারিখ হল খোলা মাত্র যে ছবি সবার প্রথম প্রদর্শিত হবে তা হলো ‘পি এম নরেন্দ্র মোদী’। এই ছবিতে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। গত বছর ২৪ মে এই ছবি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে।
মোদীর বায়োপিকের প্রযোজক সন্দীপ সিংয়ের মতে, গত বছর লোকসভা নির্বাচনের শেষ দফার পর ছবিটি যখন মুক্তি পায় তখন রাজনৈতিক চাপানউতোরের কারণে অনেকেই এটি দেখতে পারেননি। তাই ফের একবার বায়োপিক মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যা প্রমাণিত হয়েছে। তাঁর জীবন সম্পর্কে জানার মতো ভাল কাজ আর কী হতে পারে!
তাই যেদিন সিনেমা হলগুলি খুলবে সেদিন ফের একবার ইতিহাস তৈরি হবে। আমি চাই গোটা দেশের মানুষ ফের একবার প্রধানমন্ত্রী জীবন দর্শন জানুক।” ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি, মনোজ যোশি, প্রশান্ত নারায়ণন, বারখা বিস্ত, জারিনা ওয়াহেব এবং রাজেন্দ্র গুপ্ত। ছবি পরিচালনা করেছেন ওমাঙ্গ কুমার।