স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ অক্টোবর।। রাজধানীর বনেদি ক্লাব গুলির মধ্যে একটি হল নেতাজি রোডস্থিত ছাত্র-বন্ধু ক্লাব। অন্যান্য বছরের ন্যায় এই বছরও দুর্গা পুজার আয়োজন করছে ছাত্র-বন্ধু ক্লাব। তবে করোনা পরিস্থিতির কারনে এই বছর ছোট পরিসরে এই পুজার আয়োজন করা হচ্ছে। ক্লাবের সম্পাদক বাবুল পাল জানান এই বছর তাদের পুজার থিম হচ্ছে সচেতন হয়ে থাক যদি, শান্তি নিয়ে আসব আমি।
এই বছর তাদের পুজো মণ্ডপে মা ধ্যান মগ্ন অবস্থায় থাকবে। গত বছর তাদের পুজার বাজেট ছিল ২৫ লক্ষ টাকা। এই বছর তাদের পুজার নির্দিষ্ট কোন বাজেট নেই। ক্লাব সদস্যরাই টাকা দিয়ে সবকিছু করবে। অন্যান্য বছরের ন্যায় এই বছর পুজার দিন গুলিতে অন্ন ভোগের ব্যবস্থা এই বছর থাকছে না। সবকিছু করা হবে সরকারি নির্দেশিকা মেনে।
পুজার দিন গুলিতে প্রতিদিন প্যান্ডেল চার বার সেনিটাইজ করা হবে। বিনা মাস্কে দর্শনার্থীদের পুজা মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা বিনা মাস্কে আসবে, তাদেরকে ক্লাবের পক্ষ থেকে মাস্ক দেওয়া হবে। ইতি মধ্যে পুজা মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েগেছে। শ্রমিকরা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে।