অনলাইন ডেস্ক, ১১ অক্টোবর।। ঘ্রাণশক্তি ও মুখের স্বাদ হারালে নিশ্চিত ওই ব্যক্তি করোনা আক্রান্ত। ইউরোপের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষকরা জানান, বিভিন্ন রোগীদের অভিজ্ঞতা তেমনটাই বলছে।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা বা শ্বাসকষ্ট কোভিড-১৯-এর অন্যতম উপসর্গ হলেও চূড়ান্ত নয়। বেশিরভাগ কোভিড রোগী নিঃশব্দে শ্বাস নিতে পারেন। করোনা ভাইরাস-এর প্রধান লক্ষণগুলিই হল, প্রচন্ড জ্বর, একটানা কাশি এবং স্বাদ ও ঘ্রাণশক্তি লোপ। তবে অনেক ক্ষেত্রে, সাধারণ ফ্লু হলেও জ্বর, সর্দি, কাশি হয়ে থাকে। তাই কোভিড রোগী নিশ্চিত করে স্বাদ ও ঘ্রাণশক্তি লোপ।
ইস্ট অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা গবেষণা দলের প্রধান কার্ল ফিলপট জানিয়েছেন, ৩০টি স্বেচ্ছাসেবীর নমুনা নিয়ে এই পরীক্ষা চালানো হয়েছে। তারমধ্যে দশজনের শরীরে করোনা ভাইরাসের এর সন্ধান মেলে।
দশজন সাধারণ জ্বরে আক্রান্ত ছিলেন। বাকি দশজন সম্পূর্ণ সুস্থ ছিলেন। এই পার্থক্যটা বুঝিয়ে দিয়েছিল স্বাদ ও ঘ্রাণশক্তি। করোনা আক্রান্ত রোগীরা তেতো ও মিষ্টির পার্থক্য বুঝতে পারেনা। পাশাপাশি, কোনও কিছুর গন্ধ পান না।