স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ অক্টোবর।। ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীন জেলা মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। খয়েরপুর গীতবিতান হল ঘরে এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা , গ্রামীন জেলার সভানেত্রী সহ অন্যান্যরা। সাংগঠনিক বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা করা হবে।
একদিকে মারন রোগ করোনার বিরুদ্ধে লড়াই চলছে। ঠিক তার পাশাপাশি উন্নয়নের কাজ সমান গতিতে চলছে। তা যাতে প্রত্যেকটি দরজায় দরজায় পৌঁছে দেওয়া যায় সেই কাজে সবাই চেষ্টা করছে। এই ক্ষেত্রে পদই শেষ কথা না। কাজই মূল। আসন্ন পূজায় এবার একটু আলাদা ভাবে নিজেদের মতন করে নিবেদন করার বার্তা দেন বিধায়ক রতন চক্রবর্তী। ভগবান তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। তাই নিজে বাঁচলে হবে না, অন্যকে বাঁচাতে হবে বলে জানান তিনি। রাজ্য সরকার যে ভাবে কাজ করছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে জন প্রতিনিধি ও কার্যকর্তাদের। প্রশাসনকে একটা সংবেদনশীল জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। সেই জায়গায় কাজ করছে সরকার বলে জানান তিনি।