স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১১ অক্টোবর।। রবিবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে সিপাহী জলা জেলা প্রশাসন এবং সিপাহী জলা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।
উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জেলা শাসক বিশ্বশ্রী বি, জেলা পরিষদের সহ-সভাধিপতি পিন্টু আইস, জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক ডক্টর চন্দ্রানী বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষা খেলাধুলা সংস্কৃতি এবং কোভিড-১৯ যোদ্ধা হিসেবে কাজ করেছেন এমন ৪৫ জনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে এমন ৩১ জন ছাত্রী।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুভাষ চন্দ্র দাস বলেন ২৫ বছরে মহিলাদের কে পিছিয়ে দিয়েছে বিগত সরকার। ভারতবর্ষের উন্নয়নের জন্য মহিলারা যুক্ত হতে পারে। বর্তমানে যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে আগামি দিনে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডিএম হবে। সমাজ পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। অপরদিকে সিপাহী জলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি বলেন ঘরের থেকেই আন্দোলন শুরু করতে হবে মহিলাদের। খন কম বয়সে মেয়েদের বিয়ে দেবে তার প্রতিবাদ করতে হবে মেয়েদের।