স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ অক্টোবর।। ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত লেবার কোড ২০২০-এর কিছু শ্রমিক স্বার্থের পরিপন্থী নেতী বাচক সিদ্ধান্তের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানায়। অতি সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার তিনটি বিষয়ে শ্রম কোড এনেছে । এগুলি হল সামাজিক সুরক্ষা কোড ২০২০, পেশাগত সুরক্ষা স্বাস্থ্য ও কর্মক্ষম শর্তাদি কোড ২০২০, ও শিল্প কোড ২০২০।
রাষ্ট্রবাদী, দায়িত্ববান শ্রমিক সংগঠন হিসাবে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ এর তীব্র প্রতীবাদ জানিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রেখেছে শ্রমিক স্বার্থের পরিপন্থী নেতী বাচক ধারাগুলিকে সংশোধন করে শ্রমিক স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত নেওয়ার জন্য। রবিবার চন্দ্রপুর স্থিত বি এম এস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বি এম এস এর ত্রিপুরা প্রদেশের সভাপতি শঙ্কর দেব। উপস্থিত ছিলেন প্রদেশ সাধারন সম্পাদক অসীম দত্ত, সর্বভারতীয় বি এম এস কার্যকর্তা দেবস্রী কলই সহ অন্যান্যরা।
আগামী ১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও হবে চেতায়ুনি সপ্তাহ। এই সময়ের মধ্যে ভারত সরকারের কাছে কিছু দাবি দাওয়া পেশ করা হবে। সেই কর্মসূচীতে এই শ্রমিক কোড পরিবর্তন করার দাবি জানানো হবে বলে জানান বি এম এস এর ত্রিপুরা প্রদেশের সভাপতি শঙ্কর দেব। এই সপ্তাহ ব্যাপী কর্মসূচীতে জেলা শাসকের মাধ্যমে দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হবে। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ অক্টোবর প্রতীবাদ র্যালী করা হবে বলে জানান তিনি।