আগরতলা স্মার্ট সিটির উদ্যোগে সাইকেল র‍্যালীর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ অক্টোবর।। সাইক্লিং একটা ভাল ব্যায়াম। আগরতলা স্মার্ট সিটি প্রকল্প থেকে যে রাস্তা গুলি হচ্ছে তাতে বাই সাইকেলের জন্য ট্রেকিং থাকবে। বাইসাইকেল চালানো এই সময় অত্যন্ত গুরুত্ব পূর্ণ। শরীর ভাল রাখতে বাই সাইকেল চালান। এই যান পরিবেশ বান্ধব।

একই সঙ্গে যে ভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটছে, সেই জায়গায় জ্বালানি সংরক্ষণে বাইসাইকেলের প্রয়োজন রয়েছে। ছোট খাটো কাজে সাইক্লিং করা যেতে পারে। এতে করে শরীর মন ভাল থাকবে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। সুস্থ মন, সুস্থ নাগরিক এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। রবিবার আগরতলা স্মার্ট সিটির উদ্যোগে সাইকেল র‍্যালীর সুচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান আগরতলা স্মার্ট সিটির কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ দিলিপ দাস ।

এদিন ইন্ডিয়া সাইকেলস ফর চেইঞ্জ চ্যালেঞ্জ নামে আগরতলাকে সাইক্লিং ফ্রেন্ডলি সিটি বানানোর জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই এই র‍্যালীর আয়োজন বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক তথা আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা ডাঃ শৈলেশ কুমার যাদব। প্রায় ১০০ জন অংশ নেন। বিভিন্ন সাইক্লিং সংস্থা এই র‍্যালিতে অংশ নিচ্ছে। আগরতলা স্মার্ট সিটি থেকে ২৩ কিলোমিটার নতুন রাস্তা করা হচ্ছে। সেই রাস্তায় ৬ কিলোমিটার সাইক্লিং ট্রেকের ব্যবস্থা রাখা হচ্ছে। যেখানে বেশি লোক থাকে সেখানেও সাইক্লিং ট্রেকের ব্যবস্থা করা হবে। তার জন্য বৈজ্ঞানিক ভাবে সার্ভে করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রামনগর রোড নং এক ও রোড নং ৬ পর্যন্ত রাস্তাকে সাইক্লিং ট্রেক করা হবে।

এই চ্যালেঞ্জে যে শহর জিতবে তাকে কেন্দ্রীয় সরকার সাইক্লিং ট্রেকের জন্য ১ কোটি টাকা দেবে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক তথা আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা ডাঃ শৈলেশ কুমার যাদব।  এই চ্যালেঞ্জে জয় আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিনের সাইকেল র‍্যালীর সুচনা করেন জিমনাস্ট দ্বীপা কর্মকার। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই সাইকেল র‍্যালী শুরু হয়ে শহরের বেশ কিছু রাস্তা পরিক্রমা করে বিদুরকর্তা চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?