স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ অক্টোবর।। রবিবার রাজ্যে দুদিনের সফরে আসলেন পাঞ্জাবের কংগ্রেসের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের দায়িত্ব প্রাপ্ত কংগ্রেসের পর্যবেক্ষক কুলজিৎ সিং নাগরা। তিনি রাজ্য সফরে এসে রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত শাখার সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
আলোচনা হয় রাজ্যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পাশাপাশি রাজ্যের মানুষের দীর্ঘদিনের কংগ্রেসের প্রতি আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয় বৈঠকে। অথাৎ রাজ্যের মানুষের আস্থা ফিরিয়ে আনতে দলের ভিত পুনরুদ্ধার করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ ভৌমিক, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।