স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১১ অক্টোবর।। জনপদ কাঁপিয়ে প্রায় এক হাজার বাইক নিয়ে নেমে পড়েন যুবকরা । ৩৬ শান্তিরবাজার মন্ডলের যুব মোর্চার ডাকে সোমবার শহীদ দুলাল দেবনাথ শহীদান দিবস এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে এই বাইক র্যালীর আয়োজন। শান্তিরবাজার মন্ডলের বকাফা ব্লকের ১০টি এডিসি ভিলেজে বিভিন্ন পাড়ায় এই মিছিল সংঘটিত হয়। যুব মোর্চার উদ্যোগে র্যালীতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক, যুব মোর্চার দক্ষিণ জেলা সম্পাদক সুমন দেবনাথ, ৩৬ শান্তিরবাজার মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, মন্ডল সাধারণ সম্পাদক মম্বু মগ, মন্ডল সহসভাপতি রমেশ রিয়াং সহ শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এক কথা বলা চলে বিজেপির যুব মোর্চার উদ্যোগে এধরনের বাইক র্যালীকে কেন্দ্র করে যুবকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অন্যদিকে এদিন জন জাতি মোর্চার প্রদেশ সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা শহীদ ছত্রমনি দেববর্মার বাড়িতে যান । শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। দেশের ৬৫ শতাংশ মানুষ যুবক। যুবকরাই দেশকে দিশা দেখায়। স্বাধীনতার সময় যুবকদের অবদান লক্ষ্যনীয়।
শহীদদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত সময়পোযোগী। আর কেউ শহীদ হোক এটা চায়না বিজেপি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে যুবকদের অবদান বেশি থাকবে বলে জানান সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।