স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ অক্টোবর।। ত্রিপুরা রাজ্য বিধানসভা সচিবালয় কর্মচারী সংঘের উদ্যোগে শুক্রবার আয়োজন করা হয় বৃক্ষ রোপণ কর্মসূচির। বিধানসভা চত্বরে এই বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ ত্রিপুরা রাজ্য বিধানসভা সচিবালয় কর্মচারী সংঘের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত সকলে এইদিন বিধানসভা চত্বরে বৃক্ষ রোপণ করেন।
বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। একটা সময় প্রকৃতির ভারসাম্য ছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলছে। বনদস্যুরা বন থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো প্রয়োজন। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানান তিনি।