স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৮ অক্টোবর।। একাংশ নব্য নেতারা দৌরাত্ম্য। আর সেকারণে পৈত্রিক জমি হারাচ্ছেন রানিরবাজার থানার অন্তর্গত বৃদ্ধ নগরের বহু পুরনো বাসিন্দারা। অভিযোগ একই এলাকার কিছু নব্য নেতা গত কয়েক মাস ধরে স্থানীয় হাওড়া নদী থেকে চার-চারটি মেশিনের মাধ্যমে বালি তুলছে। তাতে এই অবৈধ কাজের ফলে নদী লাগোয়া বেশ কয়েকটি খাস জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি স্থানীয় বাসিন্দা সুশান্ত সিং সহ আরো বেশ কয়েকজন ক্ষতিগ্রস্তদের তরফে প্রথমে স্থানীয় এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ বন মন্ত্রীর কাছে লিখিত ভাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু অভিযোগ এক্ষেত্রে সদর্থক সাড়া পাওয়া যায়নি।
অভিযোগ স্থানীয় প্রশাসনের কিছু দুর্নীতিবাজ আধিকারিক , বনদপ্তরের লোক বালি মাফিয়াদের সঙ্গে ওতপ্রোতভাবে মিলেমিশে থাকায় এই অসামাজিক কার্যকলাপ চলছে। এক্ষেত্রে ওইসব অভিযুক্তরা স্থানীয় মন্ডলের বিভিন্ন লোকজনদের দোহাই দিয়ে নিজেদের দাপট দেখাচ্ছে। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার জানিয়েছে এ ব্যাপারে মুখ খোলায় এবং বিভিন্ন জায়গায় অভিযোগপত্র পাঠানোর ফলে স্থানীয় বালি মাফিয়া প্রদীপ দাস ও রিপন দাস তাদের হত্যার প্রকাশ্যে হুমকি পর্যন্ত দিয়েছে। রানিরবাজার থানায় এব্যাপারে জনৈক ব্যক্তির তরফে সম্প্রতি মামলা পর্যন্ত করা হয়েছিল।