স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ অক্টোবর।। কাজ চাই কাজ দাও। এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ড অফিসের সামনে বিক্ষোভ দেখায় ওয়ার্ড এলাকার টুয়েপ শ্রমিকরা। শ্রমিকদের বক্তব্য করোনা প্রকোপ শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদেরকে ১০ দিনের কাজ দেওয়া হয়েছিল। তার পর থেকে বন্ধ টুয়েপের কাজ। দীর্ঘ প্রায় ৬ মাস ধরে টুয়েপের কাজ হচ্ছে না। কাজের দাবিতে তারা বহুবার কাউন্সিলার কনিকা পালের নিকট দাবি জানিয়েছে। কিন্তু নানা অজুহাত দেখিয়ে যাচ্ছেন কাউন্সিলার। করোনা প্রকোপের জেরে এমনিতেই তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তার উপর টুয়েপের কাজও বন্ধ।
অথচ অন্যান্য ওয়ার্ড এলাকায় টুয়েপের কাজ চলছে। শ্রমিকদের আরও অভিযোগ ওয়ার্ডে কাজের জন্য টাকা এসে পড়ে রয়েছে। অথচ কাজ করানো হচ্ছে না। আবার কিছু কিছু শ্রমিক কাজ না করেই টাকা পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা কাজের দাবি জানায়। কাজ না দিলে তারা রস্তা অবরোধে সামিল হবে বলেও জানায়। যদিও ওয়ার্ডের কাউন্সিলার জানান শ্রমিকরা যে টাকা পড়ে আছে বলে অভিযোগ করেছে, সেই টাকা মোট ৭ টি কাজের। সেই কাজের জন্য রিকুইজিসান পাঠানো হয়েছে। তিনি আরও জানান বর্তমানে ৩ দিনের কাজ এসেছে। নতুন করে আর কোন কাজের অর্ডার আসে নি। ওয়ার্ড অফিস থেকে আরও তিন দিনের কাজের রিকুইজিসান পাঠানো হয়েছে জোনাল অফিসে। তবে শ্রমিকদের সকল অভিযোগ তিনি খতিয়ে দেখবেন বলে জানান সংবাদ প্রতিনিধিদের।