স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ অক্টোবর।। আইপিএফটি ত্রিপুরা হা এবং ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি একমঞ্চে আছে। এডিসি সবকটি আসনে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি লড়াই করবে। ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির মূল দাবি ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করা। আর আসন্ন এডিসি নির্বাচনে জোটের বিষয় আই পি এফ টি -কে প্রস্তাব পাঠানো হয়েছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির পক্ষ থেকে। বিগত বিধানসভা নির্বাচনে আইপিএফটি বিজেপি সাথে জোট হয়েছিল।
বিজেপির সাথে জোটের বিষয়ে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড রাজ্য, ভাষা শিক্ষার উন্নয়নের দাবি ছিল। এবং দুই দলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরে হাই লেভেল মনিটরিং কমিটি রাজা আসার পর কমিটি টামস অব রেফারেন্সে দেখা যায় ত্রিপুরা ল্যান্ড রাজ্যের কোন ইঙ্গিত ছিল না। এতে বুঝা যায় আঁতাতে বিষয় ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন নয়। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা। তিনি আরো বলেন, আর ত্রিপুরাল্যান্ড নিয়ে আগামী ১৫ অক্টোবর আইপিএফটি পার্টি ২৪ ঘন্টার যে এডিসি এলাকা বনধ -এর ডাক দিয়েছে, তাতে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি পূর্ণ সমর্থন করবে বলে জানান তিনি।
আর মিজোরাম এবং ত্রিপুরার সীমান্ত এলাকা নিয়ে যে সমস্যা চলছে তা দলের পক্ষ থেকে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সোনাচরন দেববর্মা, তনয় জমাতিয়া সহ অন্যান্যরা।