স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৮ অক্টোবর।। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলে দশ লক্ষ টাকা সরকারী ঘোষনায় ক্ষুব্দ মৃত সুখরঞ্জন চাকমার পরিবার। গত ২৯শে আগষ্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গন্ডাছড়া লক্ষ্ণীপুর এলাকার বাসিন্দা তথা ১০৩২৩ এর শিক্ষক সুখরঞ্জন চাকমার মৃত্যু ঘটে। মৃত্যু কালে মাত্র ৩৮ বছর বয়সে ৮ বছর বয়সের এক ছেলে, স্ত্রী ,মা, বাবা, বোন সহ ১২০ বছর বয়সের ঠাকুর মা রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে গোটা পরিবার সহ লক্ষ্ণীপুরবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সুখরঞ্জন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।সম্প্রতি চাকুরি হারিয়ে তার পরিবারে অভাব অনটন দেখা দেয়। তার উপর ওনার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবারের উপর যেন আকাশ ভেঙ্গে পড়ে। সুখরঞ্জনের বাবা ফুলেশ্বর চাকমা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘোষনা করেছিলেন যেকেউ করোনায় মৃত্যু হলে তার পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক ভাবে সাহায্য করা হবে। কিন্তু ওনার পরিবার দশ লক্ষ টাকা তো দুরের কথা দশ পয়সারও সাহায্য পায়নি। এই নিয়ে সরকারের ভূমিকায় পরিবারের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।