স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ অক্টোবর।। ১০,৩২৩ চাকুরিচ্যুতের পর এবার সরকারের কাছে চাকুরির পুন বহালের দাবি তুলল আগরতলা পৌর নিগমেরে ছাটাই কর্মচারীরা। চাকুরির পুন বহালের দাবিতে শুক্রবার রাজধানীতে এক মিছিলও সংঘটিত করে। তৎকালীন সময়ে ৩৮৭ জন কর্মী ছাটাই হয়েছিল।
শুক্রবার মিছিলে পৌর নিগমেরে ছাটাই কর্মী সদস্য তাপস চক্রবর্তী জানান, দীর্ঘ কয়েক বছর পূর্বে তাদের চাকুরিচ্যুত হতে হয়েছিল। পরবর্তী সময় প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেব তাদের আশ্বাস দিয়েছিলেন তাদের পুনরায় বহাল করা হবে। কিন্তু পরবর্তী সময় সিপিএম সরকার প্রতিষ্ঠিত হতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আর তাদের নিয়োগ করে নি।
বরংআন্দোলনে নামাতে লাঠিপেটা করায় পুলিশ দ্বারা আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। তাই বর্তমান সরকারের কাছে চাকুরির দাবি তুলে এই মিছিল। মিছিলটি শহরের মেলার মাঠ সহ বিভিন্ন পথ পরিক্রমা করে। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।